মঙ্গলবার নিজের টিমকে নিয়ে আসানসোলে পৌঁছলেন দেব। উদ্দেশ নিজের আগামী ছবি 'খাদান'-এর জন্য লোকেশন খোঁজা।
খাদান ছবির প্রেক্ষাপট কয়লা খনি। দেবকে দেখা গিয়েছে আসানসোলের খনি এলাকায়।
আসানসোলের খাদানের পাশাপাশি এদিন দেবকে দেখা যায় রেলের এলাকাতেও।
অভিনেতার পরনে ছিল হলুদ জ্যাকেট, কার্গো ট্রাউজ়ার এবং কালো রোদচশমা।
রেইকি সেরে মঙ্গলবারই আসানসোল থেকে কলকাতায় ফিরবেন অভিনেতা দেব।