Lord Ram : অরুণ থেকে প্রভাস-বিভিন্ন সময়ের, পর্দার ৫ রাম

By Editorji News Desk
Published on | Jan 21, 2024

অরুণ গোভিল :

১৯৮৭ সালে টেলিভিশন সিরিজ 'রামায়ণ'-এ রামের চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয় হয়েছিলেন

গুরমিত চৌধুরী

২০০৮ সালে ‘রামায়ণ’ নামের একটি সিরিয়ালে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন গুরমিত চৌধুরী।

প্রভাস

২০২৩ সালে 'আদিপুরুষ'-এ ভগবান রামের ভূমিকায় অভিনয় করেন প্রভাস , রাবণ হয়েছিলেন সইফ আলি খান

জুনিয়র NTR

এনটিআর জুনিয়র ১৯৯৭ সালের চলচ্চিত্র 'বালা রামায়ণম'-এ বালক রামের ভূমিকায় অভিনয় করেছিলেন।

NT রামা রাও

১৯৭৫ সালের চলচ্চিত্র 'শ্রী রামাঞ্জনেয়া যুদ্ধাম'-এ রামের চরিত্রে অভিনয় করেছিলেন NT রামা রাও।