Popular 5 Bengali Songs: মালতী মাসি থেকে জিয়া,যে ৫ গান কানে লেগে থাকবে

By Editorji News Desk
Published on | Dec 30, 2023

মালতী মাসি

সদ্য কনফিউজড পিকচার্সের আইটেম সং, মালতী মাসি গানটি বেজায় পছন্দ হয়েছে নেটিজেনদের। লোকের মুখে মুখে ফিরছে এই গান।

Image Credit: ফেসবুক

জিয়া তুই ছাড়া

অরিজিৎ সিং- এর কণ্ঠে বিবাহ বিভ্রাটের একটি গান। এই গানও শ্রোতাদের কানে লেগে রয়েছে।

Image Credit: ফেসবুক

গোবিন্দ দাঁত মাজে না

রক্তবীজ ছবির এই গানে অঙ্কুশ নেচেছেন। বেশ ভাইরাল হয়েছিল এই গানটি।

Image Credit: ফেসবুক

নতুন প্রেমের গান

বল্লভপুরের রূপকথা ছবিতে একটি গান গেয়েছেন অনির্বাণ , দেবরাজ, সুরঙ্গনা । গানটির নাম নতুন প্রেমের গান। যা বেশ জনপ্রিয় হয়েছে।

Image Credit: ফেসবুক

বাউন্ডুলে ঘুড়ি

দশম অবতারের বাউন্ডুলে ঘুড়ি গানটি শেষ বেলায় দারুন জনপ্রিয়তা পেয়েছে। গানটি গেয়েছেন অনুপম রায়।

Image Credit: ফেসবুক