Rashid Khan: পদ্মভূষণ থেকে বঙ্গভূষণ, উস্তাদের মণি-মানিক্য

By Editorji News Desk
Published on | Jan 09, 2024

পদ্মশ্রী :

২০০৬ সালে পদ্মশ্রী পুরস্কার পান উস্তাদ। পাশাপাশি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে ভূষিত হন তিনি।

Image Credit: ফেসবুক

বঙ্গভূষণ

২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভূষণ পুরস্কারে ভূষিত হন রশিদ খান।

Image Credit: ফেসবুক

গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস:

২০১০ সালে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ঝুলিতে ভরেন শিল্পী।

Image Credit: ফেসবুক

পদ্মভূষণ:

২০২২ সালে শিল্পকলার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পান গায়ক।

Image Credit: ফেসবুক

মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস:

২০১৩ সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস পান রশিদ খান।

Image Credit: ফেসবুক