এই সপ্তাহের বেঙ্গল টপার জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯।
গত সপ্তাহে বেঙ্গল টপার নিম ফুলের মধু এই সপ্তাহে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। পর্ণা-সৃজনের গল্প পেয়েছে ৮.৮ নম্বর।
চলতি সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৬।
তালিকায় চতুর্থ হয়েছে গীতা এলএলবি। মাত্র কয়েক সপ্তাহে এই ধারাবাহিকের গল্প মন কেড়েছে দর্শকদের। প্রাপ্ত নম্বর ৭.৮।
পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্য অভিনীত এই নতুন ধারাবাহিক পেয়েছে ৭.৪।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা' এই সপ্তাহে রয়েছে ষষ্ঠ স্থানে। প্রাপ্ত নম্বর ৭.৩।
সপ্তম স্থানে একই সঙ্গে রয়েছে তিনটি ধারাবাহিক। তিনটিই জলসার ধারাবাহিক। অনুরাগের ছোঁয়া, সন্ধ্যাতারা, তোমাদের রাণী। তিনটি ধারাবাহিকই পেয়েছে ৬.৭ নম্বর।