এই সপ্তাহেও বেঙ্গল টপার জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯.৫।
পর্ণা, সৃজনের গল্পেও নতুন মোড় এসেছে। দর্শকদের বেশ মনে ধরেছে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৮.৮।
এই সপ্তাহেও তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। ফুলকি এবং রোহিতের কাহিনি পেয়েছে ৮.৭ নম্বর।
অল্প কয়েক দিনেই দর্শকদের পছন্দ হয়েছে গীতা এল.এল.বি। এই ধারাবাহিক পেয়েছে ৭.৯ নম্বর।
অল্প কয়েকদিনেই রণজয় বিষ্ণু এবং শ্বেতা জুটির 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিক মন কেড়েছে সকলের। পঞ্চম স্থানে থাকা এই ধারাবাহিক পেয়েছে ৭.৪ নম্বর।
ষষ্ঠ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং কার কাছে কই মনের কথা এই দুই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.১
টিআরপি তালিকার সপ্তমে রয়েছে তোমাদের রানী। এই ধারাবাহিক পেয়েছে ৭.০ নম্বর।