5 Benefits of Prayanayam: রোজ প্রাণায়াম , কী কী উপকার?

By Editorji News Desk
Published on | Jan 23, 2024

স্ট্রেস কমায়

নিয়মিত প্রাণায়াম করলে নার্ভাস সিস্টেম ভাল থাকে , এর জেরে স্ট্রেস কমে।

Image Credit: Facebook

হজমশক্তি বাড়ায়

প্রাণায়ম করলে ডায়াফ্রামও পুরোপুরি কাজ করে, এতে হজম শক্তি বাড়ে।

Image Credit: Facebook

অক্সিজেনের ঘাটতি মেটে

প্রাণায়ম ঠিক করে করলে অক্সিজেনের ঘাটতি মেটে।

Image Credit: Facebook

ত্বক ভাল থাকে

প্রাণায়ম করলে ত্বক ভাল থাকে, ত্বকের পেশি টানটান থাকে।

Image Credit: Facebook

ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে

নিয়মিত প্রাণায়ম করলে ফুসফুসের কার্যক্ষমতাও বাড়ে।

Image Credit: Facebook