5 Benefits of Onion Flower: শীতকালীন সবজি পেঁয়াজকলির পাঁচ গুণ

By Editorji News Desk
Published on | Feb 01, 2024

ফাইবার

দেহের দৈনিক ফাইবারের চাহিদা প্রায় ১০ শতাংশ মিটিয়ে ফেলে পেঁয়াজকলি। ফলে পেঁয়াজকলি খেলে মুক্তি পাওয়া যায় একাধিক অসুখ থেকে।

Image Credit: ফেসবুক

ক্যানসার দূর করে

ক্যানসারের মতো জটিল অসুখ দূর করে এই শীতকালীন সবজি। বিশেষ করে, পাকস্থলীর ক্যানসারকে রোধ করে।

Image Credit: ফেসবুক

ভাইরাস থেকে দূরে রাখে

পেঁয়াজকলি মানবদেহে সালমোনেল্লা এবং ই কোলির মতো জীবাণুকে ধ্বংস করে। ফলে শীতকালীন ইনফেকশন থেকে রক্ষা পাওয়া যায়।

Image Credit: ফেসবুক

অ্যাজমা দূর করে

পেঁয়াজকলিতে রয়েছে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। যা অ্যাজমার সমস্যা দূর করে।

Image Credit: ফেসবুক

ভিটামিনের জোগান

পেঁয়াজকলিতে ভিটামিন এ, ভিটামিন বি১, ভিটামিন বি২, ভিটামিন কে, ভিটামিন সি এবং ফোলেটের মতো উপকারী উপাদান রয়েছে, জা শরীরে ভিটামিনের জোগান দেয়।

Image Credit: ফেসবুক