ধন সম্পদের দেবী হওয়ায় লক্ষ্মী পুজোয় প্রয়োজন হয় ধানের শিস। ধানের শিস ছাড়া কোনও ভাবেই লক্ষ্মীপুজো সম্ভব নয়।
লক্ষ্মীর পুজোয় ধান ছাড়াও টাকা, স্বর্ণ মুদ্রা,পান, কড়ি, হলুদ, পাঁচ কড়াই, ঘট, একসরা, আতপ চাল,দই, মধু, গব্যঘৃত, চিনি, চন্দ্রমালা এবং পূর্ণপাত্র ও হরিতকী
লক্ষ্মী পুজোয় ৫টি ফল দিতে হয়। আল্পনা ছাড়াও লক্ষ্মী পুজো অসম্পূর্ন।
লক্ষ্মীর ভোগে নারকেল নাড়ু দেওয়া হয়। নারকেল নাড়ু, গুড়ের নাড়ু অর্পণ করা হয় দেবীর উদ্দেশ্যে।
কলার পেটো দিয়ে তৈরি নৌকাকে সপ্ততরী বলা হয়। এই তরীকে বাণিজ্যের নৌকা হিসাবে ধরা হয়।