5 facts about Kantha Stich : নির্মলার শাড়িতে , কাঁথা স্টিচ নিয়ে ৫ তথ

By Editorji News Desk
Published on | Feb 01, 2024

কাঁথাস্টিচ শাড়িতে নির্মলা

বাজেটের দিন নজর থাকে নির্মলা সীতারমনের শাড়ির উপর । এবার অর্থমন্ত্রী পরেছিলেন কাঁথা স্টিচের শাড়ি । কাঁথা স্টিচ সম্পর্কে জানুন কিছু তথ্য

কাঁথা স্টিচ

কাঁথা স্টিচ একধরনের এমব্রয়ডারি । তসর, সিল্ক এবং সুতির উপর কাঁথা স্টিচের কাজ করা হয়

শাড়ি তৈরির পদ্ধতি

তসর বা সিল্কের শাড়ির উপর নকশা আঁকা হয় । তারপর সেগুলির উপর রঙিন সুতো দিয়ে সেলাই করে তৈরি হয় কাঁথা স্টিচের শাড়ি

কাঁথা শিল্পের ইতিহাস

প্রথমে কাঁথা ছিল কয়েকটি কাপরের জোড়া তালি মাত্র। পরে এই কাঁথা, নক্সি কাঁথা নামে পরিচিত হয়। বর্তমানে এই নক্সি কাঁথা শাড়িতে পরিবর্তিত হয়েছে

চুড়িদাড়, ব্যাগেও কাঁথা স্টিচ

শুধু শাড়ি নয়, কাঁথা স্টিচের কাজ দেখা যায় চুড়িদার, ওড়না, কুর্তি ও ব্যাগেও

কাঁথা স্টিচের সম্ভার বাংলায়

কাঁথা স্টিচ বিখ্যাত পশ্চিমবঙ্গের বীরভূমে । সোনাঝুড়ির হাটে কাঁথা স্টিচ শাড়ি, পোশাকের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা