5 fruits for increase Hemoglobin : হিমগ্লোবিনের মাত্রা বাড়ান ৫ ফল-এ

By Editorji News Desk
Published on | Feb 06, 2024

রক্তে হিমগ্লোবিন

mরক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে নানারকম রোগ বাসা বাঁধে । যেমন অ্যানিমিয়া, হার্টে সমস্যা ইত্যাদি । সেক্ষেত্রে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ান ৫ ফল-এ

Image Credit: Facebook

বেদানা

বেদানাতে রয়েছে ভিটামিন কে, সি, ফাইবার, পটাশিয়াম ও প্রোটিন । ভিটামিন সি শরীরে আয়রন বাড়ায় । রক্তে হিমগ্লোবিনের মাত্রা ঠিক থাকে

Image Credit: Facebook

আপেল

আপেলের মতো ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, আয়রন, যা রক্তে হিমগ্লোবনিনের মাত্রা বাড়ায় । অ্যানিমিয়া থেকে মুক্তি দিতে পারে এই ফল

Image Credit: Facebook

কমলালেবু

ভিটামিন সি-এর সম্ভাব কমলালেবুতে । যা শরীরের আয়রনের ঘাটতি দূর করে ও হিমগ্লোবিনের মাত্রা বাড়ায়

Image Credit: Facebook

স্ট্রবেরি

অ্যান্টিঅক্সিডেন্টি, ভিটামিন সি ও আয়রন...সবই রক্তে হিমগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে । আর এই সব উপাদান রয়েছে স্ট্রবেরিতে

Image Credit: Facebook

তরমুজ

তরমুজে রয়েছে ভিটামিন সি যা আয়রনের ঘাটতি পূরণ করে ও হিমগ্লোবিনের মাত্রা বাড়ায় রক্তে

Image Credit: Facebook