শীতকালে তাপমাত্রার তারতম্য ঘটে। রাতে অত্যাধিক ঠাণ্ডা থাকলে গাছ বাইরে কিংবা ব্যালকনিতে থাকলে সেগুলি ঘরে তুলে রাখুন।
গাছে জল দেওয়ার আগে খেয়াল রাখুন টবের মাটি ভিজে রয়েছে কি না। কারণ শীতকালে অত্যাধিক জল দিলে আপনার পছন্দের গাছের গোড়ায় পচন ধরতে পারে।
নিয়ম করে গাছের পাতা ছেঁটে ফেলুন। রোজ সকালে উঠে গাছে মৃত ডালপালা কিংবা পাতা দেখলেই ছেঁটে ফেলুন। এতে গাছ ভাল থাকে বৃদ্ধিও বাড়ে।
শীতকালে গাছের পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন হয়। ঘরের ভেতরে থাকা গাছগুলোকে জানালার যত কাছাকাছি নেওয়া সম্ভব সেখানে রাখুন।প্রয়োজনে ছাদ কিংবা বারান্দায় রাখুন
গরমকালে ঘরের গাছগুলি দূরে দূরে রাখলেও শীতকালে গাছগুলি এক জায়গায় রাখুন। একসঙ্গে অনেক গাছ থাকলে সেই জায়গার তাপমাত্রাও খানিকটা বৃদ্ধি পায়।