শীত আসলেই গোড়ালির হাল হয় বেহাল । কিন্তু, শীত আর কয়দিন । বড়জোড় একমাস । ঠান্ডা কমতেও শুরু করেছে । এখনও গোড়ালি ফাটছে ? ৫ ঘরোয়া উপায়ে মিলবে মুক্তি
কলা হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার । এতে রয়েছে ভিটামিন এ, বি৬, ও সি । ফাটা গোড়ালি কলা লাগাতে পারলে শুকনোভাব কমবে
গোড়ালির ফাটা অংশে মধু লাগান । এটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে । ত্বককে নরম রাখে
ভেজিটেবল ওয়েলে রয়েছে ভিটামিন এ, ডি, আর ই । ফাটা গোড়ালিতে লাগালে সমস্যা থেকে অবশ্যই মুক্তি মিলবে । কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করে
ভেসলিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে গোড়ালিতে লাগান । দ্রুত ফাটা গোড়ালির নিরাময় করা যাবে । লেবুতে রয়েছে ভিটামিন সি ও অ্যাসেটিক অ্যাসিড
চালের গুঁড়োর মধ্যে মধু, ভিনিগার মিশিয়ে একটা প্যাক তৈরি করুন । যা, ডেড সেল দূর করতে,ত্বককে ময়শ্চেরাইজ করতে সাহায্য করে