এই মুহূর্তে সেন্টেড ক্যান্ডেলের বিরাট চল বেড়েছে। সুগন্ধি মোম নানা রঙের, নানা শেপের নানা ফ্লেবারের পাওয়া যায়। আপনার পছন্দের মতো বেছে নিতে পারেন।
আজকাল বাজারে হরেক কিসিমের ভেষজ ধূপও পাওয়া যায়। একটা সুন্দর ধূপদানির সঙ্গে পছন্দসই গন্ধ বেছে নিয়ে মাঝে মধ্যেই জ্বালাতে পারেন।
ঘরের সাজগোজে যদি সুগন্ধি তাজা ফুল রাখেন তার সুবাসে নিমেষে হবে মন ভাল।
সুগন্ধি মোমের স্যাশে দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন, তাতে ঘরে সবসময়ই সুবাস মিশে থাকবে।
আর সবশেষে সহজ উপায় রুমফ্রেশনার ,ছড়িয়ে দিলেই সুগন্ধ