অন্যান্য দিন যতই হাল ফ্যাশানের পোশাক চলুক না কেন, এই দিনটায় কিন্তু আলমারি খুলে বেছে নিতে হয় প্রিয় শাড়ি বা পাঞ্জাবিটাই
এটি প্রেমের দিন। কুচি সামলানোর ফাঁকে ঠিক দেখে নেওয়া, প্রিয় মানুষ তাকাল তো। কিংবা ‘একদিনই’ পাঞ্জাবি পরা ছেলেটিকে প্রিয় চোখ দুটো না দেখলে সাজই যেন বৃথা।
সরস্বতী পুজো আর পলাশ সমার্থক। পলাশ-প্রিয়ার পুজোর দিনে এই ফুল থাকা মাস্ট।
বেশ কিছু বাড়িতে সরস্বতী পুজোর দিনে জোড়া ইলিশ ভোগের রীতি রয়েছে। তাই এদিন দুপুরের খাওয়াটাও হয় বেশ জমজমাট।
শীতের সকালে কাঁচা হলুদ মেখে স্নান, গায়ে হলুদের আগে সরস্বতী পুজোতেই এই প্র্যাকটিস হয়ে যায়।