তিনি বাঙালির আবেগ । স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা । তাঁর স্লোগানগুলি আজও অনুপ্রাণিত করে দেশবাসীকে । নেতাজির সেরা ৫ স্লোগান, দেখে নিন
নেতাজি স্লোগান দিয়েছিলেন, 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব' । যা ভারতীয়দের রক্তে দেশপ্রেমের আগুন জ্বালিয়েছিল
স্বাধীনতা সংগ্রাম নিয়ে আরও একটা উক্তি । নেতাজি বলেছিলেন, 'স্বাধীনতা দেওয়া হয় না, ছিনিয়ে নিতে হয়'
নেতাজি বলেন, 'নিজের প্রতি সৎ হলে গোটা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবে না'
নেতাজির মতে, 'জগতের সবকিছু ক্ষণভঙ্গুর । শুধু একটা জিনিস ভাঙে না । সে বস্তু, ভাব বা আদর্শ'
নেতাজি বলেছিলেন, 'যদি জীবনে সংগ্রাম, ঝুঁকি না থাকে, তাহলে জীবনে বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়'