5 Visa-Free Countries: বার্বাডোস থেকে ওমান, এই পাঁচ দেশে ভিসা লাগে না

By Editorji News Desk
Published on | Feb 05, 2024

বার্বাডোস

ক্যারিবিয় অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র হল বার্বাডোস। সংস্কৃতি ও উৎসবের জন্য বিখ্যাত এই দেশে রয়েছে ঔপনিবেশিক ঐতিহ্য।

Image Credit: ফেসবুক

ওমান

ওমান পশ্চিম এশিয়ার একটি আরব দেশ। ওমানের মাস্কাট, ওয়াহিবা স্যান্ড, রাস আল জিঞ্জ এবং নিজওয়া এই পাঁচটি জায়গা দর্শকদের খুব পছন্দ।

Image Credit: ফেসবুক

ফিজি

ফিজিকে অনেকেই 'লিটিল ইন্ডিয়া' বলে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মেলানেশিয়ার একটি দ্বীপরাষ্ট্রে প্রায় ৩০০টি দ্বীপ রয়েছে। যা প্রকৃতিপ্রেমী মানুষদের পছন্দ।

Image Credit: ফেসবুক

আলবেনিয়া

ইউরোপের একটি দেশ আলবেনিয়া। যেখানে রয়েছে মনোমুগ্ধকর সমুদ্র সৈকত,পাহাড় আর হ্রদ। এছাড়াও এখানকার আকর্ষণ রোমান যুগের স্থাপত্য।

Image Credit: ফেসবুক

কুক আইল্যান্ড

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি অপূর্ব সুন্দর দেশ কুক আইল্যান্ড। এটি নিউজিল্যান্ড ভূখণ্ডের একটি অংশ। এখানে মোট ১৫টি দ্বীপ রয়েছে।

Image Credit: ফেসবুক