ক্যারিবিয় অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র হল বার্বাডোস। সংস্কৃতি ও উৎসবের জন্য বিখ্যাত এই দেশে রয়েছে ঔপনিবেশিক ঐতিহ্য।
ওমান পশ্চিম এশিয়ার একটি আরব দেশ। ওমানের মাস্কাট, ওয়াহিবা স্যান্ড, রাস আল জিঞ্জ এবং নিজওয়া এই পাঁচটি জায়গা দর্শকদের খুব পছন্দ।
ফিজিকে অনেকেই 'লিটিল ইন্ডিয়া' বলে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মেলানেশিয়ার একটি দ্বীপরাষ্ট্রে প্রায় ৩০০টি দ্বীপ রয়েছে। যা প্রকৃতিপ্রেমী মানুষদের পছন্দ।
ইউরোপের একটি দেশ আলবেনিয়া। যেখানে রয়েছে মনোমুগ্ধকর সমুদ্র সৈকত,পাহাড় আর হ্রদ। এছাড়াও এখানকার আকর্ষণ রোমান যুগের স্থাপত্য।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি অপূর্ব সুন্দর দেশ কুক আইল্যান্ড। এটি নিউজিল্যান্ড ভূখণ্ডের একটি অংশ। এখানে মোট ১৫টি দ্বীপ রয়েছে।