এক্সফোলিয়েট ত্বকের জন্য অত্যন্ত উপকারী কিন্তু শীতকালে অতিরিক্ত এক্সফোলিয়েটের কারণে ত্বক আরও শুষ্ক এবং প্রাণহীন হয়ে পড়ে।
শীতকালে অনেকেই মনে করেন সানস্ক্রিন না মাখলেও চলে। সেক্ষেত্রে নিষ্প্রাণ হয়ে পড়ে ত্বক। তাই ত্বকে লাবণ্য ধরে রাখতে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন জরুরি।
শীতকালে গরম জলে স্নান করা হয়। আর এই গরম জলের কারণেই ত্বক আরও বেশি শুষ্ক এবং প্রাণহীন দেখায়।
শীতকালে মুখ, হাত-পা সব কিছুর যত্ন নেওয়া হলেও ঠোঁটের ঠিক ভাবে যত্ন নেওয়া হয় না। ফলে, ময়েশ্চারাইজারের অভাবে অনেকের ঠোঁটের চারপাশ কালো হয়ে যায়।
Your browser does not support HTML5 video.
শীতকালে সফট এবং জেন্টাল ফেসওয়াশ ব্যবহার করা উচিত। অনেক সময় ফেসওয়াশের কারণেও ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে।