5 Winter Skin Care Mistake:এই পাঁচ ভুলে শীতকালে রুক্ষ হচ্ছে আপনার ত্বক

By Editorji News Desk
Published on | Feb 03, 2024

অতিরিক্ত এক্সফোলিয়েট

এক্সফোলিয়েট ত্বকের জন্য অত্যন্ত উপকারী কিন্তু শীতকালে অতিরিক্ত এক্সফোলিয়েটের কারণে ত্বক আরও শুষ্ক এবং প্রাণহীন হয়ে পড়ে।

Image Credit: ফেসবুক

সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার

শীতকালে অনেকেই মনে করেন সানস্ক্রিন না মাখলেও চলে। সেক্ষেত্রে নিষ্প্রাণ হয়ে পড়ে ত্বক। তাই ত্বকে লাবণ্য ধরে রাখতে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন জরুরি।

Image Credit: ফেসবুক

গরম জল

শীতকালে গরম জলে স্নান করা হয়। আর এই গরম জলের কারণেই ত্বক আরও বেশি শুষ্ক এবং প্রাণহীন দেখায়।

Image Credit: ফেসবুক

ঠোঁটের যত্ন

শীতকালে মুখ, হাত-পা সব কিছুর যত্ন নেওয়া হলেও ঠোঁটের ঠিক ভাবে যত্ন নেওয়া হয় না। ফলে, ময়েশ্চারাইজারের অভাবে অনেকের ঠোঁটের চারপাশ কালো হয়ে যায়।

Image Credit: ফেসবুক

Your browser does not support HTML5 video.

ফেসওয়াশ

শীতকালে সফট এবং জেন্টাল ফেসওয়াশ ব্যবহার করা উচিত। অনেক সময় ফেসওয়াশের কারণেও ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে।

Video Credit: ফেসবুক