6 Online Quick Delivery App: এই ছয় অ্যাপ উপহার পৌঁছে দেবে মুহূর্তেই

By Editorji News Desk
Published on | Feb 03, 2024

জ্যোমাটো

প্রিয়জনকে নিজের হাতের লেখায় মনের কথা লিখে পাঠাতে চাইলে ভরসা করতে পারেন জ্যোমাটোর উপর। রঙিন খামে মোড়ানো মনের কথা এই অ্যাপ পৌঁছে দেবে অনায়াসে।

Image Credit: ফেসবুক

ব্লিঙ্কইট

এখানে পেয়ে যাবেন আপনার পছন্দের যে কোনও উপহার, চকোলেট কিংবা ইলেকট্রনিক্স আইটেম। যা মাত্র ১০ থেকে ২০ মিনিটের মধ্যে পৌঁছে দেবে এই অ্যাপ।

Image Credit: ফেসবুক

ফার্নস অ্যান্ড পেটাল

পছন্দের ফুল অর্ডার করতে পারবেন এই অ্যাপে। যা সহজেই পৌঁছে যাবে আপনার প্রিয় জনের বাড়ি কিংবা অফিসে। এই প্ল্যাটফর্মে একদিনে ডেলিভারি সম্ভব।

Image Credit: ফেসবুক

আইজিপি

কেক, ফুল, কার্ড কিংবা কাস্টমাইজড গিফট সবই পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। যা ডেলিভারি দেওয়া হবে একদিনের মধ্যেই।

Image Credit: ফেসবুক

ডুজ

প্রিয়জনকে এক বোতল ওয়াইন দিতে চাইলে সেই সমস্যারও সামাধান মিলবে ডুজ নামক এই অ্যাপে। যা আপনার মনের মানুষের কাছে পৌঁছে যাবে খুব কম সময়।

Image Credit: ফেসবুক

অ্যামাজন

জনপ্রিয় ইকমার্স সংস্থা অ্যামাজনও একদিনের ডেলিভারি শুরু করেছে। এর মাধ্যমে জামাকাপড়, স্মার্টওয়াচ, স্মার্টফোন সবই পৌঁছে যাবে মাত্র একদিনেই।

Image Credit: ফেসবুক