Puja Fashion: তারকাদের মতো পুজোয় হয়ে উঠুন সাদা-কালো সেনসেশন

By Editorji News Desk
Published on | Oct 11, 2023

সাদা-কালোয় সোহিনী

সাদা-কালো মানেই বুঝি বেরঙিন? কখনও না। সোহিনীকেই দেখুন না। সাদা-কালো সুতির শাড়িতে কেমন হয়ে উঠেছেন মোহময়ী। সঙ্গের ব্লাউজটিও নজর কাড়া।

Image Credit: facebook

পাওলির শাড়ি

পাওলির এই সাদা-কালো ব্লক প্রিন্টের সিল্কটি একই সঙ্গে সিম্পল আবার এলিগ্যান্ট। সঙ্গে গলার সিলভার চোকারটিও বেশ মানানসই।

Image Credit: facebook

তৃণা-শাড়ি-বেল ফুল

এই পুজোয় আপনিও পরতে পারেন সাদা-কালো শাড়ি। তার সঙ্গে চুলের খোঁপায় তৃণার মতো একটু বেল ফুল গুজলেই কিন্তু অষ্টমীর অঞ্জলির সাজ সর্টেড।

Image Credit: facebook

ঋতাভরীর পলকা ডট

শাড়ি পরবেন, আবার সঙ্গে চাই স্টাইলিশ রেট্রো লুক? ঋতাভরীকে ফলো করুন। পলকা ডটের শাড়ির সঙ্গে মুক্তোর দুল। উফফ...

Image Credit: facebook

ইশার হালকা শাড়ি, ভারী গয়না

অনেকেই গরমে ভারী শাড়ি একেবারেই ক্যারি করতে পারেন না। সেক্ষেত্রে বাছুন ইশার মতো হালকা শাড়ি। শাড়ি ছিমছাম হলে সাজে মেকআপ করতে পরুন ভারী অক্সিডাইসড গয়না।

Image Credit: facebook