সাদা-কালো মানেই বুঝি বেরঙিন? কখনও না। সোহিনীকেই দেখুন না। সাদা-কালো সুতির শাড়িতে কেমন হয়ে উঠেছেন মোহময়ী। সঙ্গের ব্লাউজটিও নজর কাড়া।
পাওলির এই সাদা-কালো ব্লক প্রিন্টের সিল্কটি একই সঙ্গে সিম্পল আবার এলিগ্যান্ট। সঙ্গে গলার সিলভার চোকারটিও বেশ মানানসই।
এই পুজোয় আপনিও পরতে পারেন সাদা-কালো শাড়ি। তার সঙ্গে চুলের খোঁপায় তৃণার মতো একটু বেল ফুল গুজলেই কিন্তু অষ্টমীর অঞ্জলির সাজ সর্টেড।
শাড়ি পরবেন, আবার সঙ্গে চাই স্টাইলিশ রেট্রো লুক? ঋতাভরীকে ফলো করুন। পলকা ডটের শাড়ির সঙ্গে মুক্তোর দুল। উফফ...
অনেকেই গরমে ভারী শাড়ি একেবারেই ক্যারি করতে পারেন না। সেক্ষেত্রে বাছুন ইশার মতো হালকা শাড়ি। শাড়ি ছিমছাম হলে সাজে মেকআপ করতে পরুন ভারী অক্সিডাইসড গয়না।