Nirmala Sitharaman : ২০১৯-২০২৪, ফিরে দেখা নির্মলার 'বাজেট' শাড়ি

By Editorji News Desk
Published on | Feb 01, 2024

'বাজেট' স্পেশ্যাল শাড়ি নির্মলার

অর্থমন্ত্রী হিসেবে ৬ বার বাজেট পেশ নির্মলা সীতারমন । এবারও, বাজেটের দিন নজর কাড়ল তাঁর শাড়ি । ২০১৯-২০২৪, কোন বছর কী শাড়ি পরেছেন, দেখে নেওয়া যাক

Image Credit: Facebook

২০১৯, মঙ্গলগিরি

শাড়ির রং ছিল গোলাপি, আর পাড়ে সোনালির ছোঁয়া । ২০১৯-এর মঙ্গলগিরি সিল্ক পরেছিলেন নির্মলা সীতারমন

Image Credit: Facebook

২০২০

দ্বিতীয় বাজেট সীতারমনের । ২০২০ সালে বাজেটের দিন পরেছিলেন হলুদ সোনালি রঙের একটি সিল্ক । পাড়ে ছিল তুঁতে রং । হলুদ রং-কে সমৃদ্ধির প্রতীক বলে মনে করেন

Image Credit: Facebook

২০২১, পোচামপল্লি

২০২১ সালে লাল এবং অফ-হোয়াইট কম্বিনেশনের পোচমপল্লী পরেছিলেন সীতরমন । শাড়িতে ইক্কত প্যাটার্ন ছিল । পাড়ে ছিল সবুজ রং

Image Credit: Facebook

২০২২, বোমকাই

নির্মলা পরেছিলেন ওড়িশার বিখ্যাত বোমকাই শাড়ি । শাড়িতে ছিল রাস্ট এবং মেরুনের মিশেল

Image Credit: Facebook

২০২৩

সীতারমন, লাল রঙের ট্র্যাডিশনাল টেম্পল বর্ডার শাড়ি পরেছিলেন গত বছর

Image Credit: Facebook

২০২৪

ষষ্ঠ বাজেটে পরলেন নীলের ওপর সাদা সুতোর কাজ করা কাঁথা স্টিচের শাড়ি । লোকসভা ভোটের আগে এটাই শেষ বাজেট

Image Credit: Facebook