দেখুন রোজ ডে-তে একটি গোলাপ তো অবশ্যই দেবেন। সঙ্গে কিন্তু গোলাপ থিমেরও একাধিক গিফট দিতে পারেন।
শুধু গোলাপ কেন? গোলাপ থিমের কেক দিতে পারেন প্রিয় মানুষটাকে।
রোজ চকলেট দিতে পারেন প্রিয় মানুষটিকে। রোজ আর চকোলেট ডে খরচ মিটবে একটা জিনিসেই।
গোলাপ দিবসে, শুধু ফুল কেন? উপহার তো দেওয়া যেতে পারে গোলাপের গন্ধও। গোলাপ ফ্লেবারের পারফিউম দিতে পারেন উপহার।
গোলাপ ছাঁচের, সুগন্ধী মোমও কিন্তু রোজ ডের আদর্শ উপহার হতে পারে।