Rose Day 5 Gift Ideas: গোলাপ তো বটেই, আর কী কী দেওয়া যায় Rose Day-তে?

By Editorji News Desk
Published on | Feb 06, 2024

গোলাপের বিকল্প নেই:

দেখুন রোজ ডে-তে একটি গোলাপ তো অবশ্যই দেবেন। সঙ্গে কিন্তু গোলাপ থিমেরও একাধিক গিফট দিতে পারেন।

Image Credit: Pinterest

রোজ কেক:

শুধু গোলাপ কেন? গোলাপ থিমের কেক দিতে পারেন প্রিয় মানুষটাকে।

Image Credit: Pinterest

রোজ চকোলেট:

রোজ চকলেট দিতে পারেন প্রিয় মানুষটিকে। রোজ আর চকোলেট ডে খরচ মিটবে একটা জিনিসেই।

Image Credit: Pinterest

গোলাপ পারফিউম:

গোলাপ দিবসে, শুধু ফুল কেন? উপহার তো দেওয়া যেতে পারে গোলাপের গন্ধও। গোলাপ ফ্লেবারের পারফিউম দিতে পারেন উপহার।

Image Credit: Pinterest

গোলাপ মোম:

গোলাপ ছাঁচের, সুগন্ধী মোমও কিন্তু রোজ ডের আদর্শ উপহার হতে পারে।

Image Credit: Pinterest