Fashion Tips : দুপুরে বাসন্তী শাড়ি,পাঞ্জাবি! রাতের সাজে লালের ছোঁয়া

By Editorji News Desk
Published on | Feb 11, 2024

স্কুলে গেলে অবশ্যই শাড়ি:

স্কুলের সকালটা কিন্তু জমে যাবে পাটভাঙা সুতির খাদি কিংবা জামদানিতেই। হলুদ শাড়ি সাদা ব্লাউজ অথবা সাদা শাড়ি হলুদ ব্লাউজে জমতে পারে কন্ট্রাস্ট।

Image Credit: Fb/ Sania Dhar

উনি শাড়ি পরলে, আপনি পাঞ্জাবি:

আর বান্ধবী যদি শাড়ি পরেন, এমন দিনে ম্যাচিং একটা পাঞ্জাবিই পরুন। ছবিও ভাল আসবে।

Image Credit: ফেসবুক

খোঁপায় পলাশ বা জুঁই:

সকালের সাজে খোঁপায় যদি জুড়তে পারেন পলাশ কিংবা জুঁই। বসন্ত পঞ্চমী জমবে ভাল।

Image Credit: ফেসবুক

ভ্যালেন্টাইন সন্ধেতে লাল গাউন:

সকালের রেশ কাটিয়ে বিকেলে বাছুন লাল কোনও গাউন, সঙ্গে স্টিলেটো, আর ক্লাচ। চোখ ধাঁধিয়ে যাবে উল্টো দিকের মানুষটার।

Image Credit: ফেসবুক

প্রেমিকার মানানসই, শার্ট ট্রাউজার:

প্রেমিকা যদি সাজে লাল গাউনে, আপনি পরুন কালো কিংবা সাদা শার্ট। সঙ্গে তুলে তুলে রাখা পছন্দের ট্রাউজার। ভি’ডে সর্টেড।

Image Credit: ফেসবুক