আজ প্রপোজ ডে । যাঁকে পছন্দ করেন তাঁকে মনের কথা জানান, শহরের এই ৫ রোম্যান্টিক জায়গায়
প্রেম নিবেদনের সেরা স্থান । হুগলি নদীর তীরে নিভৃতে নির্জনে মনের মানুষকে জানিয়ে দিতে পারেন মনের কথা । প্রেমের সপ্তাহ কাটাতে পারেন প্রিন্সেপ ঘাটে
রাণী ভিক্টোরিয়াকে সাক্ষ্মী রেখে, সবুজ গালিচায় হাঁটু গেড়ে মনের কথাটা বলেই দিন পছন্দের মানুষটিকে
লেকের ধারে প্রেম নিবেদন । মন্দ হবে না কিন্তু । সেইসঙ্গে পাখিদের কলতান, সবুজের ছোঁয়ায় রবীন্দ্র সরোবরে প্রেম জমবে ভাল
রোম্যান্সের আদর্শ জায়গা ময়দান । প্রপোজ ডে তো বটেই, প্রেমের সপ্তাহে একদিন ময়দানে গিয়ে প্রেম না করলে কি হয় ?
প্রেমের সন্ধে কাটান নন্দনে । সিনেমা দেখুন, গল্প করুন, দারুন দারুণ খাবার খান, আর এসবের মাঝেই বলে ফেলুন নিজের মনের কথাটাও