V Day Gifts: একগোছা ফুল, বা সুগন্ধী মোম! ২০০ টাকাতেই ৫ উপহার

By Editorji News Desk
Published on | Feb 01, 2024

সেন্টেড ক্যান্ডেল :

উপহার দিতে পারেন প্রিয় মানুষটিকে বেশ কয়েকটি ফ্লেবারের ডিজাইনার সেন্টেড ক্যান্ডেল। ২০০ টাকার মধ্যেই মিলবে হরেক কিসিমের মোম।

Image Credit: ফেসবুক

কার্ড আর ফুল :

প্রেমের দিনে হাতে বানানো উপহারের বিকল্প হয় না। হাতে বানানো কার্ড দিলে তো ২০০ টাকা কেন ২০ টাকাতেই মিটে যাবে গল্প , সঙ্গে যদি থাকে এক গোছা ফুল।

Image Credit: ফেসবুক

ড্রিমক্যাচার :

প্রেম তো স্বপ্নের মতোই। এমন দিনে উপহার দিতে পারেন একটি স্বপ্নধরার জাল, সহজ করে বললে ড্রিমক্যাচার।

Image Credit: ফেসবুক

মিনি থিমড কেক :

দিতে পারেন ডিজাইনার একটি মিনি থিমড কেক, সাধ্যের মধ্যেই খুশি করা যাবে প্রিয় মানুষটিকে।

Image Credit: ফেসবুক

বই :

এর বিকল্প হয় বলুন তো? তাঁর পছন্দের লেখকের নামটি জেনে, দিয়ে ফেলুন একটি প্রেমের উপন্যাস।

Image Credit: ফেসবুক