উপহার দিতে পারেন প্রিয় মানুষটিকে বেশ কয়েকটি ফ্লেবারের ডিজাইনার সেন্টেড ক্যান্ডেল। ২০০ টাকার মধ্যেই মিলবে হরেক কিসিমের মোম।
প্রেমের দিনে হাতে বানানো উপহারের বিকল্প হয় না। হাতে বানানো কার্ড দিলে তো ২০০ টাকা কেন ২০ টাকাতেই মিটে যাবে গল্প , সঙ্গে যদি থাকে এক গোছা ফুল।
প্রেম তো স্বপ্নের মতোই। এমন দিনে উপহার দিতে পারেন একটি স্বপ্নধরার জাল, সহজ করে বললে ড্রিমক্যাচার।
দিতে পারেন ডিজাইনার একটি মিনি থিমড কেক, সাধ্যের মধ্যেই খুশি করা যাবে প্রিয় মানুষটিকে।
এর বিকল্প হয় বলুন তো? তাঁর পছন্দের লেখকের নামটি জেনে, দিয়ে ফেলুন একটি প্রেমের উপন্যাস।