২০২২ সালের ২২ জুলাই রাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে টানা ২৬ ঘন্টা তল্লাশি চালায় ইডি। গ্রেফতার হন পার্থ।
মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে টানা ৫৬ ঘন্টা তল্লাশি চালায় ইডি।এখনও পর্যন্ত তাঁর বাড়িতেই সবথেকে বেশি সময় তল্লাশি হয়েছে।
রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে টানা ২০ ঘন্টা তল্লাশি চালায় ইডি।
২০২২ সালের ১১ অক্টোবর বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে হানা দেয় সিবিআই। কয়েক ঘন্টার মধ্যেই তাঁকে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যে দিন হানা দিয়েছিল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় সেই দিনেই প্রায় সাড়ে ১৮ ঘন্টা তল্লাশি চালানো হয়।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে ১১ ঘন্টা ধরে অভিযান চালায় ইডি।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৮ অক্টোবর প্রায় ৯ ঘন্টা তল্লাশি চালানো হয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতেও।
ওই নিয়োগ দুর্নীতির মামলায় একই দিনে তল্লাশি চালানো হয় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও। প্রায় ছ'ঘন্টা ধরে তদন্ত চালায় সিবিআই।