দিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলনের (G-20 Summit) আসর । সভাপতিত্ব করবে ভারত । ৯ ও ১০ সেপ্টেম্বর...দু'দিন ধরে এই সম্মেলন হবে
জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে সাজো সাজো রব রাজধানীতে । সেজে উঠেছে দিল্লি । জোরকদমে প্রস্তুতি চলছে । ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না কেন্দ্রীয় সরকার
জি-২০ সম্মেলনে আমন্ত্রিত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা থেকে বহু হাই-প্রোফাইল ব্যক্তি । দিল্লিতে তাঁদের যাতায়াতের জন্য বিদেশ থেকে আনা হচ্ছে লাক্সারি গাড়ি
নেপাল ও দুবাই থেকে গাড়ি আনা হচ্ছে । তালিকায় ল্যাম্বরগিনি থেকে বিএমডব্লু, অডি, মার্সিডিজের দামি মডেল । গাড়িগুলি চালাবেন সিআরপিএফের প্রশিক্ষণপ্রাপ্ত
রাজনৈতিক নেতাদের জন্য ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে । তালিকায় রয়েছে কিয়া কার্নিভাল, ইনোভার মতো গাড়ি
লাক্সারি গাড়ি ছাড়াও ভলভো বাস ও বাণিজ্যিক ট্যাক্সি ভাড়া নেওয়া হয়েছে