G20 Summit: দিল্লিতে শুরু জি২০ সম্মেলন, দেখুন ছবি

By Editorji News Desk
Published on | Sep 09, 2023

আমন্ত্রণ জানান জো বাইডেনকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে। সম্মেলন শুরুর আগে করমর্দন করতে দেখা গেছে।

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

সম্মেলনের শুরুতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বিষয়ে আলোকপাত করেন তিনি।

কড়া নিরাপত্তা দিল্লিতে

G20 সম্মেলনের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা দিল্লিতে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

সম্মেলন চত্বরে শিল্পকলা

সম্মেলন চত্বরে তৈরি করা হয়েছে একাধিক স্টল। যেখানে ভারতের বিভিন্ন শিল্প তুলে ধরা হচ্ছে। নামী শিল্পীদের অনেকেই আমন্ত্রণ পেয়েছেন সেখানে।

শুনশান রাজধানীর রাস্তা

সম্মেলন উপলক্ষে একপ্রকার শুনশান দিল্লির রাস্তা। শনিবার অধিকাংশ অফিস বন্ধ থাকায় রাস্তা কিছু ফাঁকা থাকলেও G20 সম্মেলন উপলক্ষে রাস্তায় আরও কম লোকজন