New Parliament Building: দেখে নিন নতুন সংসদ ভবনের অন্দরমহল

By Editorji News Desk
Published on | Sep 19, 2023

নতুন সংসদ ভবনের যাত্রা শুরু

মঙ্গলবারই নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন

Image Credit: Instagram

আকারে অনেকটাই বড় ও আধুনিক

এই সংসদ ভবন আসন সংখ্যা আগের থেকে তিনগুণ বেশি। ৬৪,৫০০ বর্গমিটার এলাকায় অবস্থিত

Image Credit: Instagram

আসন সংখ্যা ৮৮৮

সংসদ ভবনে লোকসভার আসন সংখ্যা ৮৮৮, রাজ্যসভার ৩৮৪

Image Credit: Instagram

অত্যাধুনিক প্রযুক্তি থাকছে

সংসদে স্মার্টি ডিসপ্লে, প্রত্যেক ভোটিংয়ের জন্য বায়োমেট্রিক, থাকছে গ্রাফিক্স ইন্টারফেসও

Image Credit: Instagram

একাধিক সুবিধা থাকছে

সংসদ ভবনের বাইরে রাখা আছে জাতীয় প্রতীক। ক্লাসিকাল, ফোক ও ট্রাইবাল আর্টের মাধ্যমে ডিজাইন করা হয়েছে নতুন সংসদ ভবন।

Image Credit: Instagram