মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ওঠে। BJP-র অভিযোগ, ব্যবসায়ী হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়েছেন মহুয়া মৈত্র।
মহুয়ার লোকসভার অ্য়াকাউন্টের লগইন আইডি এবং পাসওয়ার্ড অন্য জনকে দিয়েছেন। দুবাই থেকে নাকি লগইন করা হয় অ্য়াকাউন্ট। এমন গুরুতর অভিযোগও ওঠে।
মহুয়ার বিরুদ্ধে অভিযোগ করেন তাঁর প্রাক্তন বন্ধু আইনজীবী অনন্ত দেহাদ্রাই। তারপর তা নিয়ে সরব হন BJP সাংসদ নিশিকান্ত দুবে।
এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে লোকসভার এথিক্স কমিটি। মহুয়া উপস্থিত হন তদন্ত কমিটির সামনে। যদিও সেই বৈঠকের মাঝপথে বেরিয়ে আসেন মহুয়া।
সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মহুয়া মহুয়া মৈত্র। তাঁর দাবি, রাজনৈতিক ভাবে লড়তে না পেরে মিথ্যা অভিযোগ করছে BJP।
তদন্ত শেষে একটি রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। যেখানে মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছিল। লোকসভায় সেই রিপোর্ট জমা পড়ে।
লোকসভার শীতকালীন অধিবেশনে ওই রিপোর্ট নিয়ে আলোচনা হয়। ভোটাভুটির মাধ্যমে মহুয়া মৈত্রর লোকসভার সদস্যপদ বাতিল করা হয়।