Mahua Moitra Loksabha Controversy: কেন মহুয়াকে বহিষ্কার?

By Editorji News Desk
Published on | Dec 08, 2023

কী অভিযোগ?

মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ওঠে। BJP-র অভিযোগ, ব্যবসায়ী হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়েছেন মহুয়া মৈত্র।

Image Credit: Facebook

আর কী অভিযোগ?

মহুয়ার লোকসভার অ্য়াকাউন্টের লগইন আইডি এবং পাসওয়ার্ড অন্য জনকে দিয়েছেন। দুবাই থেকে নাকি লগইন করা হয় অ্য়াকাউন্ট। এমন গুরুতর অভিযোগও ওঠে।

Image Credit: Facebook

কে অভিযোগ করেন?

মহুয়ার বিরুদ্ধে অভিযোগ করেন তাঁর প্রাক্তন বন্ধু আইনজীবী অনন্ত দেহাদ্রাই। তারপর তা নিয়ে সরব হন BJP সাংসদ নিশিকান্ত দুবে।

Image Credit: Facebook

তদন্ত শুরু

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে লোকসভার এথিক্স কমিটি। মহুয়া উপস্থিত হন তদন্ত কমিটির সামনে। যদিও সেই বৈঠকের মাঝপথে বেরিয়ে আসেন মহুয়া।

Image Credit: Facebook

মহুয়ার দাবি

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মহুয়া মহুয়া মৈত্র। তাঁর দাবি, রাজনৈতিক ভাবে লড়তে না পেরে মিথ্যা অভিযোগ করছে BJP।

Image Credit: Facebook

রিপোর্ট পেশ

তদন্ত শেষে একটি রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। যেখানে মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছিল। লোকসভায় সেই রিপোর্ট জমা পড়ে।

Image Credit: Facebook

লোকসভার সিদ্ধান্ত

লোকসভার শীতকালীন অধিবেশনে ওই রিপোর্ট নিয়ে আলোচনা হয়। ভোটাভুটির মাধ্যমে মহুয়া মৈত্রর লোকসভার সদস্যপদ বাতিল করা হয়।

Image Credit: Facebook