Mamata Banerjee: সাফাইকর্মীদের 'উষ্ণতা' উপহার দিলেন মুখ্যমন্ত্রী

By Editorji News Desk
Published on | Jan 18, 2024

সাফাই কর্মীদের নিস্তার নেই

এই শীতের মধ্যেই জল ঘেঁটে নিরন্তর রাস্তা, পথ-ঘাট কিংবা কারও বাড়ি পরিচ্ছন্ন করে চলেছেন সাফাইকর্মীরা।

Image Credit: Fb/ Mamata Banerjee

নবান্ন যাওয়ার পথে থামলেন মুখ্যমন্ত্রী

রোজের মতোই বাড়ি থেকে নবান্ন যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। পথে সাফাইকর্মীদের দেখে কষ্ট হয় মুখ্যমন্ত্রীর।

Image Credit: Fb/ Mamata Banerjee

সাফাই কর্মীদের কম্বল বিতরণ

এমন শীতে সাফাইকর্মীদের হাতে কম্বল তুলে দিলেন মুখ্যমন্ত্রী

Image Credit: Fb/ Mamata Banerjee

যাঁদের জন্য পরিচ্ছন্ন বাংলা

মুখ্যমন্ত্রী লিখেছেন , সাফাইকর্মীদের জন্যই শহর কলকাতা এবং গোটা রাজ্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।

Image Credit: Fb/ Mamata Banerjee

জনসেবাই লক্ষ

তাঁর কথায় , ‘জনসেবা করার জন্যই নিজের গোটা জীবন সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে। তাঁরা ভাল থাকলেই আমার ভাল থাকা।’

Image Credit: Fb/ Mamata Banerjee