এই শীতের মধ্যেই জল ঘেঁটে নিরন্তর রাস্তা, পথ-ঘাট কিংবা কারও বাড়ি পরিচ্ছন্ন করে চলেছেন সাফাইকর্মীরা।
রোজের মতোই বাড়ি থেকে নবান্ন যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। পথে সাফাইকর্মীদের দেখে কষ্ট হয় মুখ্যমন্ত্রীর।
এমন শীতে সাফাইকর্মীদের হাতে কম্বল তুলে দিলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী লিখেছেন , সাফাইকর্মীদের জন্যই শহর কলকাতা এবং গোটা রাজ্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।
তাঁর কথায় , ‘জনসেবা করার জন্যই নিজের গোটা জীবন সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে। তাঁরা ভাল থাকলেই আমার ভাল থাকা।’