Meenakshi DYFI: 'লড়তে হবে তো?' মীনাক্ষির যে ৫ কথায় ফুটছেন বামেরা

By Editorji News Desk
Published on | Jan 08, 2024

লড়াই করতে হবে তো?

পোডিয়ামে উঠেই বাম নেত্রীর প্রথম বক্তব্য ছিল, ‘লাল সেলাম, লড়াই করতে হবে তো?’ সমর্থনে সোচ্চার হয়েছিলেন মাঠের কর্মী সমর্থকেরা।

Image Credit: ফেসবুক

‘বামপন্থীরা রক্তবীজের জাত’

বামেদের ফিরে আসা প্রসঙ্গে মিনাক্ষীর হুঙ্কার ছিল, ‘বামপন্থীরা রক্তবীজের জাত’

Image Credit: ফেসবুক

‘নকল যুদ্ধ ছাড়ো, আসল যুদ্ধ করো’

বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে, মীনাক্ষির দাবি ‘নকল যুদ্ধ ছাড়ো, আসল যুদ্ধ করো’

Image Credit: ফেসবুক

‘ভুলে গেছি’

বক্তব্যের শেষের দিকে নজরুলের বিদ্রোহী কবিতার কয়েক কলি ভুলে গিয়েছিলেন ক্যাপ্টেন, ভরা মঞ্চে সেকথা স্বীকারও করে নিয়েছিলেন তিনি

Image Credit: ফেসবুক

‘জিরোরা যদি'...

বিধানসভা লোকসভায় বামেদের আসন শূন্য, কিন্তু তাঁরা লড়াইয়ের ময়দানে আছেন। এই বোঝাতেই ক্যাপ্টেনের কথার অবতারনা

Image Credit: ফেসবুক