পোডিয়ামে উঠেই বাম নেত্রীর প্রথম বক্তব্য ছিল, ‘লাল সেলাম, লড়াই করতে হবে তো?’ সমর্থনে সোচ্চার হয়েছিলেন মাঠের কর্মী সমর্থকেরা।
বামেদের ফিরে আসা প্রসঙ্গে মিনাক্ষীর হুঙ্কার ছিল, ‘বামপন্থীরা রক্তবীজের জাত’
বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে, মীনাক্ষির দাবি ‘নকল যুদ্ধ ছাড়ো, আসল যুদ্ধ করো’
বক্তব্যের শেষের দিকে নজরুলের বিদ্রোহী কবিতার কয়েক কলি ভুলে গিয়েছিলেন ক্যাপ্টেন, ভরা মঞ্চে সেকথা স্বীকারও করে নিয়েছিলেন তিনি
বিধানসভা লোকসভায় বামেদের আসন শূন্য, কিন্তু তাঁরা লড়াইয়ের ময়দানে আছেন। এই বোঝাতেই ক্যাপ্টেনের কথার অবতারনা