বরোদা থেকে এসেছে ১১০০ কেজি ওজনের পঞ্চ ধাতুর প্রদীপ। ওই প্রদীপে ৮৫১ কেজি ঘি ধরে, যা দীর্ঘক্ষণ জ্বলবে।
সুরাটের একজন গহনা ব্যবসায়ী ২ কেজি রুপো এবং ৫০০০ আমেরিকান ডায়মন্ড দিয়ে রামমন্দিরের আদলে তৈরি করেছেন রামমন্দিরের আদলে একটি হার।
তেলেঙ্গানা থেকে রামের জন্য পাঠানো হয়েছে এক জোড়া স্বর্ণ , ৬৮ বছরের এক বৃদ্ধ ওই পাদুকা নিয়ে পৌঁছেছেন রামভূমে।
লালার জন্য, হায়দ্রাবাদ থেকে পাঠানো হয়েছে ১২৬৫ কেজি ওজনের একটি বিরাট লাড্ডু।
আলিগড়ের তালা শিল্পী বিশ্বের সর্ববৃহৎ তালা বানিয়েছেন রামের জন্য। ১০ ফুট উচ্চতার ওই তালার ওজন ৪০০ কেজি।
বরোদা থেকে রামভুমি পৌঁছেছে ১০৮ ফুট দীর্ঘ সুগন্ধি ধূপ।