Ayodhya Gifts :বিশ্বের সবচেয়ে বড় তালা থেকে ধূপ,কী কী উপহার পেলেন রাম?

By Editorji News Desk
Published on | Jan 21, 2024

বরোদা থেকে প্রদীপ

বরোদা থেকে এসেছে ১১০০ কেজি ওজনের পঞ্চ ধাতুর প্রদীপ। ওই প্রদীপে ৮৫১ কেজি ঘি ধরে, যা দীর্ঘক্ষণ জ্বলবে।

Image Credit: facebbok

রামমন্দিরের আদলে হীরে রুপোর হার

সুরাটের একজন গহনা ব্যবসায়ী ২ কেজি রুপো এবং ৫০০০ আমেরিকান ডায়মন্ড দিয়ে রামমন্দিরের আদলে তৈরি করেছেন রামমন্দিরের আদলে একটি হার।

Image Credit: facebbok

তেলেঙ্গানা থেকে স্বর্ণ পাদুকা

তেলেঙ্গানা থেকে রামের জন্য পাঠানো হয়েছে এক জোড়া স্বর্ণ , ৬৮ বছরের এক বৃদ্ধ ওই পাদুকা নিয়ে পৌঁছেছেন রামভূমে।

Image Credit: facebbok

১২৬৫ কেজির লাড্ডু

লালার জন্য, হায়দ্রাবাদ থেকে পাঠানো হয়েছে ১২৬৫ কেজি ওজনের একটি বিরাট লাড্ডু।

Image Credit: facebbok

বিশ্বের সবচেয়ে বড় তালা

আলিগড়ের তালা শিল্পী বিশ্বের সর্ববৃহৎ তালা বানিয়েছেন রামের জন্য। ১০ ফুট উচ্চতার ওই তালার ওজন ৪০০ কেজি।

Image Credit: facebbok

১০৮ ফুট দীর্ঘ ধূপকাঠি:

বরোদা থেকে রামভুমি পৌঁছেছে ১০৮ ফুট দীর্ঘ সুগন্ধি ধূপ।

Image Credit: facebbok