TOP 5 Female Tennis Players:টেনিস দুনিয়ায় সেরা ৫ গ্ল্যামার গার্ল

By Editorji News Desk
Published on | Jan 05, 2024

আনা ইভানোভিচ

সার্বিয়ার তারকা আনা ইভানোভিচ। টেনিসের দুনিয়ায় তাঁর নাম বেশ জনপ্রিয়। শুধু জনপ্রিয়তার নিরিখে নয়, তাঁর পারফরম্যান্সও অনবদ্য। তাঁর ব্যক্তিত্বও অসামান্য।

Image Credit: Facebook

ইউজেনি বোশার্ড

এই মুহূর্তে টেনিস দুনিয়ায় সবথেকে সুন্দরী ও তরুণ প্রতিভা কানাডার ইউজেনি বোশার্ড। তিনি টেনিস বিশ্বে প্রথম কানাডার প্লেয়ার, যে স্ল্যাম টুর্নামেন্ট খেলেন

Image Credit: Facebook

পেত্রা কিয়েতোভা

চেক রিপাবলিকের প্লেয়ার পেত্রা কিয়েতোভা। কিয়েতোভার ব্যক্তিত্ব, টেনিস প্রতিভা সবই অনুরাগীদের অত্যন্ত পছন্দের। দুবার উইম্বলডন চ্যাম্পিয়নও হয়েছেন তিনি।

Image Credit: Facebook

ক্যারোলিন ওজনিয়াকি

ড্যানিশ খেলোয়াড় কারোলিন ওজনিয়াকি বিশ্বটেনিসে বড় নাম। ২৭টি WTA সিঙ্গলস চ্যাম্পিয়ন।

Image Credit: Facebook

মারিয়া শারাপোভা

রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা দীর্ঘ কয়েকদশক টেনিস দুনিয়ায় গ্ল্যামার গার্ল। কেরিয়ার গ্র্যান্ড স্লাম, অলিম্পিক মেডেল, মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন

Image Credit: Facebook