২০১১ নিলামে সবথেকে বেশি দাম দিয়ে পাঠানকে কিনে নেয় কেকেআর। তাঁর জন্য ৯ কোটি ৬৬ লক্ষ টাকা খরচ করে কলকাতা
২০১৭ সালের নিলামেও সবথেকে দামি ক্রিকেটার হিসেবে ক্রিস লিনকে কেনে কেকেআর। তাঁরও দর উঠেছিল ৯ কোটি ৬৬ লক্ষ
২০১৮ নিলামে সবথেকে দামি ক্রিকেটার ছিল কলকাতার মিচেল স্টার্ক। তাঁর জন্য ৯ কোটি ৪০ লক্ষ দর হেঁকেছিল কেকেআর।
২০১১ সালে সবথেকে দাম দিয়ে গম্ভীরকে কেনে কেকেআর। তিনবার কলকাতাকে ট্রফি এনে দেন তিনি
২০২০ সালের নিলামে সবথেকে বেশি দর দিয়ে প্যাট কামিন্সকে কেনে কেকেআর। তাঁর দর উঠেছিল ১৫ কোটি ৫০ লক্ষ