5 Most Expensive players in KKR: কেকেআরের ৫ দামি ক্রিকেটার

By Editorji News Desk
Published on | Dec 10, 2023

ইউসুফ পাঠান

২০১১ নিলামে সবথেকে বেশি দাম দিয়ে পাঠানকে কিনে নেয় কেকেআর। তাঁর জন্য ৯ কোটি ৬৬ লক্ষ টাকা খরচ করে কলকাতা

Image Credit: AFP

ক্রিস লিন

২০১৭ সালের নিলামেও সবথেকে দামি ক্রিকেটার হিসেবে ক্রিস লিনকে কেনে কেকেআর। তাঁরও দর উঠেছিল ৯ কোটি ৬৬ লক্ষ

Image Credit: AFP

মিচেল স্টার্ক

২০১৮ নিলামে সবথেকে দামি ক্রিকেটার ছিল কলকাতার মিচেল স্টার্ক। তাঁর জন্য ৯ কোটি ৪০ লক্ষ দর হেঁকেছিল কেকেআর।

Image Credit: AFP

গৌতম গম্ভীর

২০১১ সালে সবথেকে দাম দিয়ে গম্ভীরকে কেনে কেকেআর। তিনবার কলকাতাকে ট্রফি এনে দেন তিনি

Image Credit: AFP

প্যাট কামিন্স

২০২০ সালের নিলামে সবথেকে বেশি দর দিয়ে প্যাট কামিন্সকে কেনে কেকেআর। তাঁর দর উঠেছিল ১৫ কোটি ৫০ লক্ষ

Image Credit: AFP