IPL Auction 2023: এবার নিলামে সর্বাধিক দর পেতে পারেন যারা

By Editorji News Desk
Published on | Dec 18, 2023

মিচেল স্টার্ক

এবার আইপিএলে সব দলেরই নজরে মিচেল স্টার্ক। বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। স্টার্ক এর আগে আরসিবি টিমে ছিলেন।

Image Credit: AFP

রচিন রবীন্দ্র

এবার বিশ্বকাপে নজর কেড়েছেন ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি ক্রিকেটার রচিন রবীন্দ্র। নিলামা তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। তাঁর দিকে নজর থাকবে ১০ ফ্র্যাঞ্চাইজি

Image Credit: AFP

হর্ষল প্যাটেল

এবার আরসিবি থেকে রিলিজ করা হয়েছে হর্ষল প্যাটেলকে। ঘরোয়া মাঠে তাঁর গুরুত্ব অনেক। সাড়ে ১১ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল বেঙ্গালুরু।

Image Credit: AFP

ওয়ানিন্দু হাসারাঙ্গা

এবার নিলামে হাসারাঙ্কাকে রিলিজ করেছে আরসিবি। তাঁকে নেওয়ার জন্য গতবারও লড়াই করেছিল পঞ্জাব কিংস ও সানরাইজার্স।

Image Credit: AFP

শাহরুখ খান

পঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে শাহরুখ খানকে। গতবার গোটা মরশুমে তেমন পারফরম্যান্স দেখা যায়নি তাঁর স্পিনে। কিন্তু ঘরোয়া লিগে শাহরুখের দর অনেকটাই বেশি।

Image Credit: AFP