জানুয়ারিতে আথিয়া শেট্টির সঙ্গে এই বছরই গাটছড়া বেঁধেছেন কে এল রাহুল
এই বছরের শুরুতে বিয়ে করেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁর জীবনসঙ্গী মেহা প্যাটেল
মিতালি পুরুলকরকে বিয়ে করেছেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ফেব্রুয়ারিতে বিয়ে হয় তাঁদের
এই বছর জুন মাসে বিয়ে করেন রুতুরাজ। তাঁর জীবনসঙ্গীর নাম উৎকর্ষা পাভা।
বিয়ে করেন প্রাসিদ কৃষ্ণাও। জুনেই বিয়ে হয় তাঁদের। প্রাসিদের স্ত্রীর নাম রচনা।
চলতি বছর সবথেকে শেষে বিয়ে করেন বাংলার পেসার মুকেশ কুমার। ২৮ নভেম্বর দিব্যা সিংয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর।