Indian cricketers who tied on 2023: এই বছর বিয়ে সারলেন যে ক্রিকেটাররা

By Editorji News Desk
Published on | Dec 22, 2023

কে এল রাহুল

জানুয়ারিতে আথিয়া শেট্টির সঙ্গে এই বছরই গাটছড়া বেঁধেছেন কে এল রাহুল

Image Credit: Instagram

অক্ষর প্যাটেল

এই বছরের শুরুতে বিয়ে করেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁর জীবনসঙ্গী মেহা প্যাটেল

Image Credit: Instagram

শার্দুল ঠাকুর

মিতালি পুরুলকরকে বিয়ে করেছেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ফেব্রুয়ারিতে বিয়ে হয় তাঁদের

Image Credit: Instagram

রুতুরাজ গাইকোয়াড়

এই বছর জুন মাসে বিয়ে করেন রুতুরাজ। তাঁর জীবনসঙ্গীর নাম উৎকর্ষা পাভা।

Image Credit: Instagram

প্রাসিদ কৃষ্ণা

বিয়ে করেন প্রাসিদ কৃষ্ণাও। জুনেই বিয়ে হয় তাঁদের। প্রাসিদের স্ত্রীর নাম রচনা।

Image Credit: Instagram

মুকেশ কুমার

চলতি বছর সবথেকে শেষে বিয়ে করেন বাংলার পেসার মুকেশ কুমার। ২৮ নভেম্বর দিব্যা সিংয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর।

Image Credit: Instagram