Virat Kohli's Food Habit: বিরাট কতটা খাদ্যরসিক, জানালেন নিজেই

By Editorji News Desk
Published on | Jan 02, 2024

দিল্লির ছেলে বিরাট

দিল্লির ছেলে বিরাট দীর্ঘ ১৫ বছর ধরে আইপিএল সূত্রে আরসিবি টিমে

Image Credit: Facebook

বিরাটের রেস্তোরাঁ

ওয়ান এইট কমিউন। বিরাট কোহলির এই রেস্তোরাঁ দেশের সব প্রান্তেই আছে।

Image Credit: Facebook

বিরাটের খাওয়াদাওয়া

দিল্লির ছেলে, তাই খাওয়া দাওয়ার ব্যাপারে সব সময়ই এগিয়ে। কিন্তু দক্ষিণ ভারতে গিয়ে কেমন তার অভিজ্ঞতা!

Image Credit: Facebook

খাদ্যরসিক বিরাট

রাহুল সুব্রমনিয়ামের সঙ্গে একটি সাক্ষাৎকারে অকপটে জানালেন বিরাট।

Image Credit: Facebook

ধোসার ধাঁধা

দিল্লির ধোসার সঙ্গে বেঙ্গালুরুর ধোসার আকাশ পাতাল পার্থক্য। বিরাট জানান, বেঙ্গালুরুর ক্রিসপি ধোসার অভিজ্ঞতা ভুলতে পারবেন না।

Image Credit: Facebook

চিকেন ৬৫

দক্ষিণ ভারতের সেরা ডিশ চিকেন ৬৫-ও বিরাটের দারুণ পছন্দের। একবারে ৪০-৫০ পিস খেয়ে নিতে পারতেন। তখন থেকেই ফিনিশার ছিলেন, জানালেন বিরাট।

Image Credit: Facebook

অপছন্দ খাবারের কম্বো

বিরাট জানিয়েছেন, তাঁর অপছন্দের কম্বো চিলি চিকেনের সঙ্গে ড্রাই তন্দুরি রুটি ও মিন্ট চাটনি। উইদাউট গ্রেভি।

Image Credit: Facebook

তবে পছন্দ কী

ফ্রাইড রাইসের সঙ্গে ভেজিটেবল স্টকও সবথেকে পছন্দের। বিরাটের মতে, এই খাবার খেলে জীবনে ভুলতে পারবেন না।

Image Credit: Facebook