East Bengal Trophies: লাল-হলুদের ঐতিহাসিক ট্রফি জয়

By Editorji News Desk
Published on | Jan 29, 2024

জাতীয় লিগ ও আই লিগ

তিনবার জাতীয় লিগ জিতেছে ইস্টবেঙ্গল। আই লিগ একবারও জিততে পারেনি।

Image Credit: Facebook

ফেডারেশন কাপ

মোট ৮বার ফেডারেশন কাপ জিতেছে লাল-হলুদ

Image Credit: Facebook

কলকাতা লিগ

৩৯বার কলকাতা লিগ জয়ী ইস্টবেঙ্গল। ২০১০-২০১৭ পর্যন্ত, টানা ৮বার চ্যাম্পিয়ন লাল-হলুদ।

Image Credit: Facebook

আইএফএ শিল্ড

২৯বার ঐতিহ্যশালী IFA শিল্ড ক্লাবতাঁবুতে এসেছে।

Image Credit: Facebook

ডুরান্ড কাপ

১৬বার ডুরান্ড জয় করেছে মশাল ব্রিগেড

Image Credit: Facebook

আন্তর্জাতিক ট্রফি

১৯৮৫ সালে কোকাকোলা কাপ জেতে লাল-হলুদ। ১৯৯৩ সালে ওয়াই ওয়াই কাপ। ২০০৩-এ এশিয়ান কাপ ও ২০০৪ সালে স্যান মিগুয়েল ইন্টারন্যাশনাল কাপ জিতেছে ইস্টবেঙ্গল।

Image Credit: Facebook