বিয়ন বর্গের থেকে একটি বেশি গ্র্যান্ডস্লাম জিতে পাঁচ নম্বরে আছেন রয় এমারসন। অস্ট্রেলিয়ার এই টেনিস তারকা পরিসংখ্যানে সাম্প্রাসের ঠিক পরই আছেন।
১৪টি গ্র্যান্ডস্লাম জিতে রেকর্ড গড়েছিলেন পিট সাম্প্রাস। সাতবার উইম্বলডন ও ৫বার ইউএস ওপেন জেতেন আমেরিকান টেনিস তারকা।
প্রথম ২০তম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন। টেনিস বিশ্বে উইম্বলজনের সম্রাট রজার ফেডেরার। তাঁর ক্লাসিক শটস এখনও মিস করেন টেনিসপ্রেমীরা।
দুই নম্বরেই আছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ক্লে কোর্টের রাজা বলা হয় তাঁকে। গত কয়েকবছর চোটকে সঙ্গী করে লড়াই। ২২টি গ্র্যান্ডস্ল্যাম আছে তাঁর।
এই মুহূর্তে বিশ্বের একাধিপত্য নোভাক জোকোভিচের। ২৪টি গ্র্যান্ডস্লাম জিতে এক নম্বরে তিনি। ১০বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক।