বেস প্রাইসের থেকে অনেকটাই দর উঠল। অভিজ্ঞ উমেশ যাদবকে দলে নিল গুজরাত টাইটান্স। শামি না থাকলে, দলকে সামলাতে পারবেন উমেশ।
চেন্নাই সুপার কিংস তাঁকে রিলিজ করেছিল। এবার ৬ কোটি ৪০ লক্ষ টাকায় কে এল রাহুলের টিমে খেলবেন শিবম মাভি। কিনে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।
ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স। ৭ কোটি ৪০ লক্ষ দর পেলেন আনক্যাপড শাহরুখও।
আনক্যাপড প্লেয়ার হিসেবে দ্বিতীয় সর্বাধিক দর পেলেন সমীর রিজভি। তাঁকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনে নিল চেন্নাই সুপার কিংস
নিলামের আগে তাঁকে নিয়ে চর্চা চলছিল। এবার আইপিএলে ভারতীয় হিসেবে সর্বাধিক দর পেলেন হর্ষল প্যাটেল। ১১ কোটি ৭৫ লক্ষ টাকা দর পেলেন তিনি।