২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে অন্তর্ভূক্ত হল ক্রিকেট। ১৯০০ অলিম্পিক্সে শেষবার ক্রিকেট খেলা হয়।
এবার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স আফগানিস্তানের। একের পর এক বড় টিমকে হারায় তাঁরা। তাঁদের জায়ান্ট কিলার নামে ডাকে ক্রিকেটবিশ্ব।
ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করেন বিরাট কোহলি। দেশ এই মুহূর্তের জন্য প্রহর গুনছিল।
বিশ্বকাপে প্রথম টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান তাঁকে টাইমড আউট করেন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্থানের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়েতে মহম্মদ শামির ম্যাজিক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাই ৫ উইকেট নেন। টুর্নামেন্টেও সর্বাধিক উইকেট তুলে নেন শামি
আহমেদাবাদে ভারতকে হারিয়ে বিশ্বজয় অস্ট্রেলিয়ার। ফাইনালে প্রত্যাশার পাহাড় ভেঙে ষষ্ঠবার ট্রফি জয় প্যাট কামিন্সদের।