২২ গজে দারুণ হিট, কিন্তু মাঠের বাইরে মহিলামহলে কোহলি 'বিরাট' হিট! এ কথা অস্বীকার করতে পারবে না কেউ।
নয়ের দশকের মহারাজ বাংলা তথা সারা দেশের বিস্ময়। তিনি ছিলেন, এখন যাকে বলে বং ক্রাশ
বয়সে তরুণ হলে কী হবে! অল্প সময়েই সারা দেশে শুভমন গিলের অনুরাগিণীর সংখ্যা কম নয়। শুভমনের মিষ্টি হাসিতে ঘায়েল লক্ষ লক্ষ ভক্ত।
কেরিয়ারের শুরুতে চমকে দিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞদের। ইরফান পাঠান চমকে দিয়েছিলেন ভারতীয় মহিলাদেরও।
'দেখতে সে নয় মন্দ', মাঠে দারুণ পারফর্ম্যান্স, আবার বিনয়ী স্বভাব, সব মিলিয়ে মহিলা ভক্তদের মন জিততে সময় লাগেনি রাহুলের।
নামটুকুই যথেষ্ট। ২২ গজের ভেতরে এবং বাইরে, সবেতেই তিনি যুবরাজ হয়েই থেকেছেন। মহিলা ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে থেকেছেন বরাবর।
নবাবি রক্ত তো ছিলই। টাইগার ভারতীয় মহিলাদের মনেরও নবাব ছিলেন। দেশের সর্বকালের সবচেয়ে সুপুরুষ ক্রিকেটার তো তিনিই।