Best Whatsapp features: Whatsapp এর গোপন এই ৪ ফিচার সম্পর্কে জানেন?

By Editorji News Desk
Published on | Jan 05, 2024

স্ক্রিন শেয়ার

গুগল মিটের মতো এবার এই অ্য়াপেও স্ক্রিন শেয়ার করতে পারবেন। ফলে ফোন কলে থাকা অন্য কোনও ব্যক্তির সঙ্গে সহজেই কোনও ফাইল একে অপরকে দেখাতে পারবেন।

Image Credit: twitter

শর্ট ভিডিও মেসেজ-

বন্ধুকে কোনও ভিডিও মেসেজ পাঠাতে পারবেন এই ফিচারের মাধ্যমে। ৬০ সেকেন্ডের ফাইল পাঠানো সম্ভব।

Image Credit: twitter

হোয়াটসঅ্য়াপ চ্যাট লক-

ফোনে থাকা কোনও ব্যক্তির Whatsapp চ্যাট পুরোপুরি লক করতে পারবেন এই ফিচারে। এর ফলে গোপন কথা লিক হওয়ার সম্ভাবনা থাকে না।

Image Credit: twitter

চ্যাট ব্যাকআপ-

এই ফিচারটিতে অবশ্য অনেক ব্যবহারকারীকে সমস্যায় পড়তে হবে। কারণ এবার থেকে ফ্রি স্টোরেজের পর অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করতে হলে টাকা দিতে হবে।

Image Credit: twitter

ফিচারগুলি কি লাইভ?

এই ফিচারগুলির মধ্যে কয়েকটি ইতিমধ্যে লাইভ হয়েছে। ব্যবহারকারীরা নিজেদের Whatsapp আপডেট করলেই ফিচারগুলি ব্যবহার করতে পারবেন।

Image Credit: twitter