গুগল মিটের মতো এবার এই অ্য়াপেও স্ক্রিন শেয়ার করতে পারবেন। ফলে ফোন কলে থাকা অন্য কোনও ব্যক্তির সঙ্গে সহজেই কোনও ফাইল একে অপরকে দেখাতে পারবেন।
বন্ধুকে কোনও ভিডিও মেসেজ পাঠাতে পারবেন এই ফিচারের মাধ্যমে। ৬০ সেকেন্ডের ফাইল পাঠানো সম্ভব।
ফোনে থাকা কোনও ব্যক্তির Whatsapp চ্যাট পুরোপুরি লক করতে পারবেন এই ফিচারে। এর ফলে গোপন কথা লিক হওয়ার সম্ভাবনা থাকে না।
এই ফিচারটিতে অবশ্য অনেক ব্যবহারকারীকে সমস্যায় পড়তে হবে। কারণ এবার থেকে ফ্রি স্টোরেজের পর অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করতে হলে টাকা দিতে হবে।
এই ফিচারগুলির মধ্যে কয়েকটি ইতিমধ্যে লাইভ হয়েছে। ব্যবহারকারীরা নিজেদের Whatsapp আপডেট করলেই ফিচারগুলি ব্যবহার করতে পারবেন।