ড্রাইভ করার সময় কোনও ফোন বা মেসেজ এলে তা দেখা খুবই সমস্যার। স্মার্টওয়াচ থাকলে এই ঝঞ্ঝা থেকে মুক্তিলাভ সম্ভব।
স্মার্টফোন কাছে না থাকলেও সমস্যা নেই। ফোনের বদলে স্মার্টওয়াচ দিয়েই কথাবার্তা সেরে নিতে পারবেন আপনার প্রিয়জনের সঙ্গে।
বর্তমানে একাধিক সংস্থার অত্যন্ত ভালো মানের স্মার্টফোন লঞ্চ হয়েছে। যেখানে হার্ট রেট মনিটর থেকে রক্তচাপ সবকিছুই মাপা সম্ভব।
হার্টের কোনও সমস্যা হলে ECG দেখা জরুরি। সেকারণে হাতের কাছে স্মার্টওয়াচ থাকলে অতি দ্রুত ECG পরীক্ষা করতে পারবেন।
সব স্মার্টওয়াচে কিছু বেসিক ফিচার থাকে। তবে কথা বলা, ECG-র মতো ফিচারগুলি নামী ব্র্যান্ডের স্মার্টওয়াচেই পাবেন।