Smartwatch: এই ৫টি কারণে আপনার অবশ্যই স্মার্টওয়াচ পরা উচিত

By Editorji News Desk
Published on | Jan 08, 2024

কলিং ডিটেলস

ড্রাইভ করার সময় কোনও ফোন বা মেসেজ এলে তা দেখা খুবই সমস্যার। স্মার্টওয়াচ থাকলে এই ঝঞ্ঝা থেকে মুক্তিলাভ সম্ভব।

Image Credit: twitter

ফোনে কথা বলা

স্মার্টফোন কাছে না থাকলেও সমস্যা নেই। ফোনের বদলে স্মার্টওয়াচ দিয়েই কথাবার্তা সেরে নিতে পারবেন আপনার প্রিয়জনের সঙ্গে।

Image Credit: twitter

শারীরিক অবস্থা দেখা

বর্তমানে একাধিক সংস্থার অত্যন্ত ভালো মানের স্মার্টফোন লঞ্চ হয়েছে। যেখানে হার্ট রেট মনিটর থেকে রক্তচাপ সবকিছুই মাপা সম্ভব।

Image Credit: twitter

ECG দেখা

হার্টের কোনও সমস্যা হলে ECG দেখা জরুরি। সেকারণে হাতের কাছে স্মার্টওয়াচ থাকলে অতি দ্রুত ECG পরীক্ষা করতে পারবেন।

Image Credit: twitter

কোন Smartwatch বেস্ট

সব স্মার্টওয়াচে কিছু বেসিক ফিচার থাকে। তবে কথা বলা, ECG-র মতো ফিচারগুলি নামী ব্র্যান্ডের স্মার্টওয়াচেই পাবেন।

Image Credit: twitter