মোটামুটি হাজার টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবেন ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারবাড। এতে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি রয়েছে যা মুহূর্তেই প্রিয় জনের মন ভাল করে দেবে।
প্রিয়জনের জন্য দারুণ গিফট হতে পারে স্মার্ট ওয়াচ। এতে ব্লুটুথ কলিং, হেলথ ট্র্যাকিংয়ের মতো একাধিক ফিচার রয়েছে। বাজেটও পকেট ফ্রেন্ডলি।
সঠিক তাপমাত্রায় চা, কফি গরম রাখতে সক্ষম এই স্মার্ট মগ। স্মার্টফোনের মাধ্যমেই পছন্দ মতো তাপমাত্রা সেট করা যায়। দর এক হাজারের মধ্যেই।
প্রিয় জনকে উপহার দিতে পারেন জল রাখার স্মার্ট বোতল। যা আপনি ঠিক যে তাপমাত্রার জল চান সেই মতোই জল ঠাণ্ডা বা গরম করে দেবে। দাম হাজারের মধ্যেই।
গান শুনতে সকলেই পছন্দ করেন। এই ভ্যালেন্টাইন্স ডে তে প্রিয়জনকে দিতে পারেন ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার। যা পাবেন হাজার টাকার মধ্যেই।