UPI Payment: নতুন বছরে UPI পেমেন্টে ৫ পরিবর্তন, জেরে রাখা জরুরি

By Editorji News Desk
Published on | Jan 04, 2024

UPI আইডি নিস্ক্রিয়

যদি কোনও UPI আইডি থেকে বিগত ১ বছর লেনদেন না করা হয় তাহলে সেই VPA বন্ধ করে দেবে NCPI। সুতরাং UPI চালু রাখতে বছরে অন্তত একবার পেমেন্ট জরুরি।

Image Credit: twitter

UPI সেকেন্ডারি মার্কেট

কোনও পেমেন্ট কনফার্ম হওয়ার পর তা ব্লক করা সম্ভব হবে। অর্থাৎ ভুল করে পেমেন্ট করলে তা ফিরিয়ে নেওয়ার পদ্ধতি চালু হবে। যদিও এই ফিচার এখনও চালু হয়নি।

Image Credit: twitter

ট্রানজাকশন লিমিটের বৃদ্ধি

এতদিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রানজাকশন লিমিট ছিল ১ লাখ। সেই অঙ্ক বাড়িয়ে এবার করা হয়েছে ৫ লাখ টাকা।

Image Credit: twitter

UPI ATM

নয়া ATM চালু হতে চলেছে দেশে। কোনও কার্ড নয়, এবার থেকে UPI এর মাধ্যমেই ATM থেকে টাকা তোলা সম্ভব হবে।

Image Credit: twitter

৪ ঘণ্টার উইন্ডো

নয়া এই ব্যবস্থার মাধ্যমে নতুন সংযুক্ত করা কোনও UPI ব্যবহারকারীর কাছে প্রথম চার ঘণ্টায় মাত্র ২০০০ টাকা পাঠাতে পারবেন।

Image Credit: twitter