নিয়মিত ফোনের সফ্টওয়ার আপডেট করবেন। এর ফলে ফোনের মধ্যে সিকিউরিটি প্যাচ ফাইলগুলি আপডেট করা সম্ভব হবে।
ফোন যত পুরনো হয় ততই স্টোরেজ কমতে থাকে। সেকারণে অ্য়াপের লাইট ভার্সন ব্যবহার করা উচিত। এর ফলে স্টোরেজ কম খরচ হয়।
অপ্রয়োজনীয় অ্য়াপ আনইনস্টল করে দেবেন। এর ফলে ফোনের স্টোরেজ অনেকটা ফাঁকা হবে।
ফোন পুরনো হলে স্লো হতে শুরু করে। সেকারণে ফ্যাক্টরি রিসেট ব্যবহার করবেন। তবে সাধারণ ভাবে এটি করতে নিষেধ করা হয়। কারণ এর ফোনের সব তথ্য মুছে যায়।
ফোনের অপ্রয়োজনীয় ফাইল, ছবি ইত্যাদি ডিলিট করে দেবেন। স্পেশ ফাঁকা থাকলে ফোনে সমস্যা কম দেখা দেয়।