Social Media safety tips: FB, ইনস্টাগ্রামে ভুলেও এই ৫ কাজ করবেন না!

By Editorji News Desk
Published on | Jan 12, 2024

পরিচিত বন্ধু

পরিচিত সার্কেলের মধ্যে সোস্যাল মিডিয়ায় বন্ধু তৈরি করুন । অপরিচিত ব্যক্তিদের মানসিকতা খারাপ হতে পারে। বন্ধুত্বের নামে প্রতারণা করতে পারে তারা।

Image Credit: twitter

ঘনিষ্ঠ ছবি শেয়ার

সামাজিক মাধ্যমে ঘনিষ্ঠ বা ব্যক্তিগত ছবি শেয়ার করবেন না। সেই ছবি নিয়ে প্রতারকরা বিভিন্ন প্রতারণার কাজ করতে পারে।

Image Credit: twitter

পাবলিক কম্পিউটার না ব্যবহার

কখনও পাবলিক কম্পিউটার থেকে সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট খুলবেন না। কারণ স্পাইওয়ার থাকলে আপনার পাসওয়ার্ড চুরি হওয়ার সম্ভাবনা থাকে।

Image Credit: twitter

ব্যঙ্কিং তথ্য দেবেন না

কখনই ব্যাঙ্কিং তথ্য ফেসবুকে দেবেন না। বর্তমানে প্রতারকরা সোশ্যাল মিডিয়া থেকেই তথ্য সংগ্রহ করে। এবং প্রতারণা করে।

Image Credit: twitter

ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না

কখনই ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। যেমন আধার নম্বর, প্যান নম্বর সহ কোনও গুরুত্বপূর্ণ তথ্যের ছবি আপলোড করা অনুচিত।

Image Credit: twitter