Amazon Republic Day Sale: ২৫ হাজারের মধ্যে 5G মোবাইল খুঁজছেন? দেখে নিন

By Editorji News Desk
Published on | Jan 16, 2024

Infinix Zero 30 5G

এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চি ডিসপ্লে। 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 108MP+13MP ব্যাক ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

Image Credit: twitter

Poco f5 5G

যাঁরা কম দামের মধ্যে 5G ফোন খুঁজছেন তাঁদের জন্য এইটি আদর্শ হতে পারে। রয়েছে Snapdragon 7+Gen 2 প্রসেসর এবং 16MP-র ফ্রন্ট ও 64+8MP রিয়ার ক্যামেরা।

Image Credit: twitter

Realme 11 Pro

এই ফোনে দেওয়া হয়েছে 6.70ইঞ্চির ডিসপ্লে। 100MP+2MP-র ব্যাক ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

Image Credit: twitter

Motorola Edge 40 Neo

5000 mAh ব্যাটারি সম্পন্ন এই ফোনটিতে দেওয়া হয়েছে 50MP+13MP রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও 6.55 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে।

Image Credit: twitter

Vivo T2 Pro 5G

কম দামের মধ্যে এই ফোনটি যথেষ্ট আকর্ষণীয়। থাকছে 6.78 ইঞ্চির ডিসপ্লে এবং 16MP-র ফ্রন্ট ক্যামেরা।

Image Credit: twitter